বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি প্রার্থী সাবেক এমপি এম. জহির উদ্দিন স্বপন নিজের প্রাণনাশের আশংকা করছেন। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত এবং তার বাড়িতে আসা যাওয়ার পথে আওয়ামী লীগের হামলায় বিএনপি’র ৩২ জন নেতাকর্মী আহত হওয়ার প্রতিকারসহ বিচার চেয়ে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী থানায় দুটি লিখিত আবেদন করেন তিনি।
একটি অভিযোগে স্বপন বলেন, সিইসি আশ্বাস দেওয়ার পরও তিনি নিরাপত্তাহীন। তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোন ব্যবস্থাই নেয়নি স্থানীয় প্রশাসন। এছাড়া তার বাড়িতে আসা যাওয়ার পথে আওয়ামী লীগের হামলার শিকার ৩২জন নেতাকর্মীর তালিকা উল্লেখ করে এর প্রতিকারসহ বিচার চেয়ে পৃথক দুটি আবেদন করেছেন। এরপরও প্রশাসন তার চলাচলের পথের নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক প্রতিকার না করলে আইনী পদক্ষেপ নেবেন তিনি।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, উনি (বিএনপি প্রার্থী) চলাফেরায় ভয় পাচ্ছেন। হামলার আশংকা করছেন। এসব বিষয়ে প্রতিকার চেয়ে ২টি আবেদন করেছেন। পুলিশ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। প্রসঙ্গত, বরিশাল-১আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগ সভাপতি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) হেভিওয়েট আবুল হাসানাত আবদুল্লাহ
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত