বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার কাছেমাবাদ লালপোল এলাকায় যাত্রীবাহি মাহেন্দ্র আলফা উল্টে চালক নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৩জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল পৌঁনে ৮টার দিকে বাটাজোর বাসষ্ট্যান্ড থেকে যাত্রী বোঝাই একটি মাহেন্দ্র আলফা মহাসড়ক হয়ে গৌরনদী বাসষ্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৮টার দিকে নিয়ন্ত্রন হারিয়ে মাহেন্দ্রটি কাছেমাবাদ লালপোল এলাকায় উল্টে যায়। মাহেন্দ্রর ভেতরে চাঁপা পড়ে চালক অশিষ দাস (২৬) ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়দের সহয়তায় হতাহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন মাহিন্দ্রা চালক আশিষ দাসকে মৃত ঘোষণা করে। নিহত মাহিন্দ্রা চালক অশিষ দাসের বাড়ি উপজেলার হরহর গ্রামে। সে ওই গ্রামের অশোক কুমার দাসের ছেলে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অপর ২জনকে প্রাথমিক চিকিবৎসা দেওয়া হয়েছে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান জানান, এ ঘটনায় থানায় সাধারন ডায়রী করা হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত