পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এম পি বলেছেন, নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দিয়েই ক্ষমতায় এসেছিল বলে গত দশ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। শুক্রবার নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার নাঙ্গলকোটে জোড্ডা ইউনিয়নের বিভিন্ন পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। আমাদের জিডিপি প্রবৃদ্ধির রেকর্ড ৭.৮৬ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১.৭৫১ মার্কিন ডলার। দারিদ্রের হার কমে ২১.৮ ভাগে হয়েছে। ৭ম পঞ্চশ বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ডেল্টা প্লান ২১০০ প্রণয়ন করা হয়েছে। দেশের বেকার যুব সমাজের জন্য ১০০টি বিশেষ অঞ্চলের মত মেঘা প্রকল্পের মত সাহসি প্রকল্প হাতে নেয়া হয়েছে দেশের উন্নয়নের জন্য।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে। তা ইতিহাসে বিরল। তাই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশবাসীর সিদ্ধান্ত নিতে হবে আগামীতে দেশ উন্নয়নের পথে যাবে নাকি আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে, জঙ্গিবাদ, বাংলা ভাইয়ের জন্ম হবে। উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন।
টীণী বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশের সকল উন্নয়ন ধ্বংস করে দিবে, খুন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারে নিমজ্জিত করবে। তাই দেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। দেশবাসী চায় নৌকায় ভোট দিয়ে আলোর পথে এগিয়ে যেতে।
এসময় নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত