দিনাজপুরের চিরিরবন্দরে পুকুরের পানিতে ডুবে শিশু আয়শা সিদ্দীকা ও সানজিদা আকতারের মৃত্যু হয়েছে।
দেড় বছর বয়সের শিশু আয়শা চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ার আবু বক্কর সিদ্দীক ও অপরজন ১৪ মাস বয়সের শিশু সানজিদা আবু সাঈদের কন্যা।
শনিবার দুপুরে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউপি নান্দেড়াই গ্রামের ভোলা মেম্বার পাড়ার নিজ বাড়ির পাশের পুকুরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় প্রতিবেশীরা জানান, শনিবার বেলা ১১টা থেকে আয়শা ও সানজিদার মা অনেক খোঁজাখুঁজি করে তাদের না পেলে দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করে। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
চিরিরবন্দরের আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েনউদ্দিন শাহ এর সত্যতা নিশ্চিত করে জানান, শিশুরা খেলতে গিয়ে পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল