বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৪৭তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এরপর পর্যায়ক্রমে বিজয় চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর-৩ সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রী একে এম শাহজাহান কামাল, ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া, স্থানীয় মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি নেতৃবৃন্দ, লক্ষ্মীপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
পরে শহরের বাগবাড়ির গণকবরে পুষ্পার্ঘ অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ ছাড়াও দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৮/মাহবুব