Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩১

নাটোরে মহান বিজয় দিবস পালিত

নাটোর প্রতিনিধি

নাটোরে মহান বিজয় দিবস পালিত

দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। 

নাটোর শহরের মাদরাসা মোড়ে শহীদ স্মৃতি সৌধে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন। শহরের কান্দিভিটা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা। 

নাটোরের সিংড়ায় কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একই সময় গুরুদাসপুরে সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নেতৃত্বে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে।

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৮/আরাফাত


আপনার মন্তব্য