আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (মটরসাইকেল) প্রার্থিতা থেকে সড়ে দাঁড়ালেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মঙ্গলবার সারিয়াকান্দি সদরে তার গণসংযোগ কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ''বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ না করার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সারিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী থেকে আমি দাঁড়ালাম।''
সেই সাথে তিনি এলাকায় তার দলীয় কর্মী সমর্থকদের বিএনপি’র সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৯/মাহবুব