বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় ইস্রাফিল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এসময় দুই স্কুল ছাত্রী গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিশারকান্দি শের-ই বাংলা ডিগ্রী কলেজের দক্ষিণ পাশের জ্যাইকা ব্রিজের ডালে ব্যাটারী চালিত অটোরিক্সার চাকা ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইস্রাফিল নাজিরপুর উপজেলার ভেলুয়া মুগারজোর এলাকার বাসিন্দা। গুরুতর আহতরা হলেন, চৌমোহনা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সুমি খানম ও সুমনা।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পদ্মাবুনিয়া বাজার থেকে যাত্রী নিয়ে অটোরিক্সাটি চৌমোহনা বাজারের দিকে যাওয়ার সময় জ্যাইকা ব্রিজের ঢালে সামনের চাকা ভেঙে সড়কের ওপর উল্টে যায়। এসময় চালকের ডানপাশে বসে থাকা বৃদ্ধ ইস্রাফিল গাড়ির নিচে চাপা পড়ে এবং সুমি খানম ও সুমনা আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে বৃদ্ধ ইস্রাফিলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার ওসি খলিুলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি কিংবা অভিযোগ না করায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন