Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ এপ্রিল, ২০১৯ ১৬:২০

নুসরাত হত্যার প্রতিবাদে কালীগঞ্জে রাস্তায় প্রতিবন্ধী শিশুরা

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ:

নুসরাত হত্যার প্রতিবাদে কালীগঞ্জে রাস্তায় প্রতিবন্ধী শিশুরা

নুসরাত জাহান রাফি হত্যাকারীদের ফাঁসির দাবিতে রাস্তায় নামলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুরা। সোমবার সকালে পৌরসভার আনোয়ারুল আজীম ও আলহাজ্ব বদর উদ্দিন বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী )বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে কর্মসূচি পালন করেছে। 

সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ-মল্লিকপুর সড়কে ফয়লা গ্রামে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তব্য রাখেন প্রধানশিক্ষক আজমিরা চৌধুরী, সদস্য সোহেল আহমেদ, শিক্ষক শাহ আলম, অভিভাবক স্বপ্না বেগম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে দাবি জানানো হয়, নুসরাত হত্যাকান্ডের সাথে জড়িতের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এছাড়াও মানববন্ধন থেকে দাবি তোলা হয়- মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান ও মেয়েদের জন্য নারী শিক্ষকের ব্যবস্থা করতে হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 


আপনার মন্তব্য