২২ এপ্রিল, ২০১৯ ১৪:৩৯

নারীর প্রতি সহিংসতা রোধে ও ধর্ষকদের শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নারীর প্রতি সহিংসতা রোধে ও ধর্ষকদের শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন

“ধর্ষন মুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই”-স্লোগান নিয়ে নারীর প্রতি সহিংসতা রোধ এবং ফেনী’র নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মন্ডল, গাজীপরের সেলিনা গোমেজ হত্যাকারীদের এবং বরিশালের কাকন রানী’র ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা ও মহাসগর এর আয়োজনে সোমবার সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মানিক মুখার্জী কুডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর সভাপতি নারায়ন চন্দ্র নারু, সম্পাদক সুরঞ্জত দত্ত লিটু, হিরন কুমার দাস মিঠু, পুষ্প রানী চক্রব্রর্তী, বিপুল বিহারী হালদার প্রমুখ।

মানবন্ধনে বক্তরা ফনী’র নুসরাত জাহান রাফি, মুন্সিগঞ্জের সেতু মন্ডল, গাজীপরের সেলিনা গোমেজ হত্যাকারীদের এবং বরিশালের কাকন রানী’র ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ আগামীতে যেন এধরনের ঘটনার শিকার কোন নারী না হয় সেজন্য সরকারের প্রতি কঠোরতর শাস্তি প্রদান করে দেশের নারীদের নিরাপত্তা দেবার দাবি জানান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর