২২ এপ্রিল, ২০১৯ ১৪:৫৮

রূপগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগে বিস্ফোরণ, নিহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

রূপগঞ্জে তিতাস গ্যাসের অবৈধ সংযোগে বিস্ফোরণ, নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দ্বিতীয় তলা বিশিষ্ট বিল্ডিং বাড়িতে বিকট শব্দে তিতাস গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্যাস বিস্ফোরণে ওই বিল্ডিংয়ে বসবাসরত দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৭ জন। 

তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপ লাইন থেকে নেয়া অবৈধ গ্যাস সংযোগের কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার সাওঘাট এলাকায় ঘটে এ দুর্ঘটনা। 

নিহতরা হলেন- মেহেরপুর জেলার মজিবনগর থানার কোমরপুর এলাকার দুদু মিয়ার ছেলে শামিম (৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি থানার কয়া এলাকার রহিম বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস ওরফে রাকিব (২৫)। নিহত দুই জনই স্থানীয় নেক্সট এক্সোসরিস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।
  
এ ব্যপারে বাড়ির মালিক রাবেয়া আক্তার মিলি বলেন, অন্যরা যেভাবে অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে আমিও সে ভাবেই নিয়েছি। তবে, আমার বাড়িতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।

তিতাস গ্যাসের সোনারগাঁও জোনের সুপার ভাইজার ইসমাইল হোসেন বলেন, আর আগে এ ধরনের আরো বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এক হলো হাই-প্রেসার লাইন থেকে অবৈধ ভাবে গ্যাস সংযোগ নেয়া। আবার শবে-বরাত উপলক্ষ্যে সকল প্রকার মিল-কারখানা বন্ধ ছিলো। সব মিলিয়ে গ্যাসের প্রেসার ছিলো অধিক হারে। হয়তো বিল্ডিংয়ের ভেতরে গ্যাস ছড়িয়ে ছিলো। আগুনের সংস্পর্শে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ও কাঞ্চন ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রফিকুল হক বলেন, দুই জন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই তাদের ময়নাতদন্ত করা হচ্ছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর