২৩ এপ্রিল, ২০১৯ ২১:১২

টাঙ্গাইলে ৪৮টি ব্যাটারি চালিত দুরন্ত মিশুক জব্দ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ৪৮টি ব্যাটারি চালিত দুরন্ত মিশুক জব্দ

টাঙ্গাইল শহরের যানজট নিরসনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৮টি অবৈধ ব্যাটারি চালিত দুরন্ত মিশুক জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে ট্রাফিক বিভাগের সহযোগিতায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন ও মো. রোকনু জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) রফিকুল ইসলাম সরকার। 

শহরের নতুন বাসস্ট্যান্ড, কুমুদিনী মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, আশেকপুর, নিরালাড় মোড়, বেবিস্ট্যান্ড, বটতলা, জেলা সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। 

ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, শহরের যানজট নিরসন করার লক্ষ্যে ইতোঃপূর্বে একাধিকবার ইজিবাইক চালকদের প্রতিনিধিদের সাথে মিটিং করা হয়েছে। এছাড়া ইজিবাইক চালকরা অবৈধ ব্যাটারি চালিত দুরন্ত মিশুক বন্ধ করার লক্ষ্যে শহরে নিরালার মোড়ে মানববন্ধ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করে। সম্প্রতি এই অবৈধ রিকশা বন্ধের লক্ষ্যে শহরের অলিগলিতে মাইকিং এর মাধ্যমে প্রচার-প্রচারণা করা হয়েছে। তারই অংশ হিসেবে ৪৮ টি অবৈধ ব্যাটারি চালিত দুরন্ত মিশুক জব্দ করে পুলিশ লাইন মাঠে রাখা হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর