২৭ মে, ২০১৯ ১৭:১৫

বাগেরহাটে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

বাগেরহাটের কচুয়ায় বোরো মৌসুমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার সকালে কচুয়া উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই ধান সংগ্রহের উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাফুজুর রহমান।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানার সভাপতিত্বে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইচ চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সোহেল আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, খাদ্য পরিদর্শক অচিন কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা কুলজমাত আলী প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এখানে মধ্যসত্ত্বভোগীরা যাতে কোনো প্রকার সুযোগ সুবিধা না পায় সে দিকে সকলের খেয়াল রাখতে হবে।

জানা যায়, কচুয়া উপজেলায় বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ২২৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর