ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা মনোনীত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. শেখ ফয়েজ আহমেদ।
সম্প্রতি রাজধানীতে সংগঠনের কার্যালয়ে ফাউন্ডেশনের এক নির্বাহী কমিটির সভায় ডা. শেখ ফয়েজ আহমেদকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমেদ গত ২০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ গোলাম মোস্তফা সাহেবের বড় সন্তান।
তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে কার্ডিওলোজিতে পোস্ট-গ্রাজুয়েট ডিগ্রি গ্রহণ করেন।
২০১৩ সালে অটিজম নিয়ে বিশ্বব্যাপী কাজ করার প্রত্যয় নিয়ে ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশন গঠিত হয়। মূলত অটিস্টিক শিশুদের বিষয়ে দেশ ও বিশ্ববাসীকে সচেতন করাই এ সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য। সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয় ‘অটিস্টিক চিলড্রেন আর নেভার বারডেন’।
প্রতি বছর ‘বিশ্ব অটিজম দিবস’ পালনসহ এ বিষয়ে মানুষকে সচেতন করতে নানা কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করে ইন্টারন্যাশনাল অটিজম ফাউন্ডেশন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন