২২ জুলাই, ২০১৯ ১৭:১৫

খুলনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা :

খুলনায় হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

খুলনার ডুমুরিয়ায় হাফেজ ফরহাদ উজ্জামান (৪২) হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ সোমবার বিকালে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় প্রদান করেন। ২০১৫ সালের ৫ জুন ডুমুরিয়ার শোভনা মৌলভিপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- সোলায়মান সরদার (২৯), আমির সরদার (৪৮), আজিজুর সরদার (৪৪) ও শহিদ দফাদার (৪৬)। এদের বাড়ি ডুমুরিয়ার মৌলভিপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ফরহাদ স্থানীয় শোভনা মৌলভিপাড়া মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সম্পাদক ছিলেন। মাদ্রাসার পাশে বালু ভরাটকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন। ফরহাদ ওই এলাকার বাবর আলীর ছেলে। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীর পরিবার।

বিডি-প্রতিদিন/শফিক 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর