নেত্রকোনার কলমাকান্দায় গরুর ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে ভাতিজা মামুন বিল্লাহ’র (২২) ছুরির আঘাতে চাচা আমিনুল ইসলাম (৫০) গুরতর আহত হন। দুইদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি উপজেলার কৈলাটী ইউনিয়নের কাকুরিয়া মাছিম গ্রামের মৃত-মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে কাকুরিয়া মাছিম গ্রামের আমিনুল ইসলাম ও মামুন বিল্লাহ’র মধ্যে গরুর ঘাস খাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার বিকালে চাচা শ্যামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে নদী পার হওয়া মাত্রই মামুন লাথি মেরে নদীর পাড়ে ফেলে দেয়। পরে ছুরি দিয়ে পেটে আঘাত করে মারাত্মক জখম করে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন আমিনুলকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ওই দিনই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দুই দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামুনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে কলমাকান্দার থানা পুলিশ।
কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ওইদিন ছুরিকাঘাত করার সময় মামুনের নিজের হাতও কেটে যায়। এরপর থেকে সেও কলমাকান্দা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলো। সেখান থেকেই তাকে আটক করেছি। বর্তমানে সে পুলিশ হেফাজতে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন