নাটোরে অনলাইনে মাঠ পর্যায়ে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
কর্মশালার জেলা প্রশাসক বলেন, নাগরিক সেবার মান বাড়াতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। মাঠ পর্যায়ে জমির খতিয়ান ও কর ব্যবস্থা খুব শীঘ্রই অনলাইনে যাচ্ছে। এতে করে ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে দ্রুততার সাথে সকল নাগরিক সেবা নিশ্চিত করা যাবে এবং কর ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে।
কর্মশালার উদ্বোধনী সেশনে সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। জেলার সাতটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ৫২টি ইউনিয়ন ও পৌরসভার ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তাগণ জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন