পটুয়াখালীর যৌনপল্লীতে শামিম গাজী হত্যা মামলায় চার আসামিকে যাবজ্জীবন সস্ত্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এই রায় প্রদান করেন। আদালতে দুই আসামি উপস্থিত থাকলেও দুইজন পলাতক রয়েছেন এবং দুই আসামি মারা গেছেন। এ ছাড়া আদালত প্রত্যেক আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও দুই বছরের কারাদন্ড প্রদান করেন।
আসামিদের মধ্যে পটুয়াখালী পতিতা পল্লীর নুর সালামের ছেলে রনি এবং আলতাফ হাওলাদারের ছেলে লিটু উপস্থিত থাকলেও বাকী দুই আসামি দুমকি উপজেলার হারুন হাওলাদারের ছেলে এমরান এবং জৈনকাঠী এলাকার খালেক গাজীর ছেলে কামাল গাজী পলাতক রয়েছে।
২০০৯ সালের ১লা মে পটুয়াখালির যৌনপল্লীতে একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে আসামিরা পরিকল্পিতভাবে শামিম গাজীকে যৌনপল্লীর সামনের সড়ক পুরাতন হাসপাতালের রাস্তায় সকালে পিটিয়ে হত্যা করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এড.ইউসুফ আলী হাওলাদার। আসামি পক্ষের আইনজীবী এড.আব্দুল্লাহ আল নোমান।
বিডি প্রতিদিন/এ মজুমদার