নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে একটি রিভলবার এবং তিন রাউন্ড গুলিসহ বাবুল হোসেন নামের এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২ সদস্যরা। আটক বাবুল ঐ এলাকার আবুল কাশেম ওরফে কাশেম বাবুর্চির ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টায় নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে একটি রিভলবার তিনরাউন্ড গুলিসহ আসামি মোঃ বাবুল হোসেেকে (২৪) হাতেনাতে গ্রেফতার করে।
এ ব্যাপারে নাটোর সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ