গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: জাকারিয়া খান জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কোনাবাড়ি আমবাগ এলাকায় হান্নানের কার্টনের গুদামে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশের তানভিরের ঝুটের গুদামে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয় জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ও ডিবিএল ফায়ার সার্ভিসের ১টিসহ মোট ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দুপুর দেড়টার দিকে আগুন তাদের নিয়ন্ত্রণে আসে। সর্বশেষ এ রিপোর্ট লেখার সময় আগুন ডাম্পিংয়ের কাজ চলছিল।
তিনি আরো জানান, আগুনে গোডাউন সংলগ্ন একটি বাড়ির তিনটি কক্ষেরও ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন