নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্থলবন্দরটি দ্রুত চালুর লক্ষে বিজয়পুর স্থলবন্দর উন্নয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী পূর্বধলার দেওটুকুন বাজারের উন্নয়ন কমিটির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগত অর্ধশতাধিক ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ সম্মেলনে উন্নয়ন কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বিজয়পুর স্থলবন্দর নিয়ে বেশ কয়েকটি উন্নয়নমুখী প্রস্তাবনা তুলে ধরা হয়।
আলোচনা সভায় বিরিশিরি টু শিবগঞ্জ সেতু, জারিয়া থেকে দুর্গাপুর পর্যন্ত রেলপথ স্থাপনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
এসময় ব্যবসায়ীরা জানান, দুর্গাপুর বিজয়পুর স্থলবন্দরটি চালু হলে এই পথে পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্য প্রয়োজনীয় ১৮টি পণ্য আমদানি-রপ্তানি সহজ হবে। এতে করে ব্যাপকভাবে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন