টাঙ্গাইলে ৯’শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২। বৃহস্পতিবার গভীর রাতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তারা হলেন আলী আশরাফের ছেলে মো. নজরুল ইসলাম রফিক (৩২) ও মো. আ. রশিদের ছেলে মো. হাসান ওরফে আমির হোসেন (২০)।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টাঙ্গাইলে ৯শ’ পিস ইয়াবা সরবরাহ করতে কুমিল্লার দুইজন আসছে। আমরা সাথে সাথে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার তিনটি স্থানে অবস্থায় নেই। তারা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিবনাথ স্কুলের সামনের সড়কের দক্ষিণ পাশে বাস থেকে নেমেই র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক