সিরাজগঞ্জের এনায়েতপুরে সিএনজি ও ব্যটারিচালিত অটোরিকশার সংঘর্ষে রুহুল আমিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত ৬ জন। আহতদের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কে বেতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন এনায়েতপুরথানার খুকনী ইউনিয়নের সোনাতলী গ্রামের সাইদুর রহমানের ছেলে। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) শহিদুল ইসলাম জানান, বেলা ১১টার দিকে এ দুর্ঘটনায় ৭ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে দুপুর তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক