সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ফুলজোড় নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত এবং ছয় জন গ্রামবাসী গুলিবিদ্ধসহ মোট ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে সলঙ্গা থানার আলোকদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন রফিকুল ইসলাম (৩২), সাখওয়াত (৪০), ফনি (২৫), ইউনুস আলী (১৮), শান্তি খাতুন (৩৫) ও আব্দুল মালেক। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাঠালে ভর্তি করা হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা বলেন, বালুমহাল নিয়ে ৫/৭ দিন ধরে উত্তেজনা চলছিল। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে পুলিশ নৌকা নিয়ে ওই এলাকায় টহল শুরু করে। দুপুরে হঠাৎ করেই টহল পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত গ্রামবাসী। আত্মরক্ষার্থে বাধ্য হয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি শান্ত করা হয়। তিনি আরও বলেন, ইট-পাটকেলের ঢিলে দুজন পুলিশ সদস্য আহত হয়েছে। রাবার বুলেটে গ্রামবাসীর কেউ আহত হতে পারে, তবে সে বিষয়টি আমরা নিশ্চিত নই।
বিডি-প্রতিদিন/শফিক