বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম একটি পাহাড়ি ঝিরি থেকে চদই মুরুং (৪৭) নামের এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড় কলারঝিরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
চদই মুরুং পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আদু কারবারী পাড়ার বাসিন্দা পাতবু মুরুং এর ছেলে।
রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা বলেন, খবর পাওয়া ঘটনাস্থলে মেম্বার ও চকিদারকে পাঠানো হয়। আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, চদই মুরুং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাটি খুবই দুঃখজনক।
গ্রাম পুলিশ চদই মুরুং এর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আমিনুল হক বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক