নাটোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ ও অস্ত্র-গুলিসহ এক যুবককে আটক করেছে র্যাব।
র্যাব জানায়, গতকাল সন্ধ্যায় র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল লালপুর উপজেলার হাসেমপুর গ্রামের একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ৩ হাজার কেজি ভেজাল গুড় ও গুড় তৈরির নকল উপকরণ জব্দ করে ধংস করে। এ ঘটনায় গুড় কারখানার মালিক সুমন কুমারকে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতী।
এদিকে গত রাতে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় অভিযান চালিয়ে ৩ রাউন্ড গুলি এবং একটি রিভলবারসহ বাবুল হোসেন নামে এক যুবককে আটক করে র্যাব।
বিডি প্রতিদিন/হিমেল