গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতেরা হলেন গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার বসুরা এলাকার জুযেল চৌধুরীর ছেলে রুবেল চৌধুরী (২৫) ও তার ফুফাত ভাই চট্টগ্রামের রাউজান থানার বাবুল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৪)।
নিহতেরা মোটরসাইলের আরোহী ছিলেন। শুক্রবার দুপুরে ঢাকা বাইপাস সড়কে ওই দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার উপ-পরিদর্শক মো: লেবু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাদ্দাম ও রুবেল বাসন থানার ঝাজর থেকে মাজুখান যাচ্ছিল। মোগরখাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলসহ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও মোটর সাইকেলটি থানায় নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ