ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর আহমেদ মিরাজ বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে চাঁদপুর হাজীগঞ্জে তার নিজ বাড়িতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় তানভীর।
নিহত তানভীর হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের মকবুল হোসেনের ছেলে। তার বাবা কাপাইকাপ আলিম মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক।
বিষয়টি নিশ্চিত করে পূর্ব রাজারগাঁও গ্রামের বাসিন্দা আইনজীবী ইমাম হোসাইন টিটু বলেন, মিরাজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তার মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেখতে শত শত মানুষ ভিড় করছে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন বলেন, ঘটনাটি জেনেছি। পরিবারের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে আসায় লাশ দাফন করতে দেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন