লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বিথী বেগম (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার ঘুন্টি বাজারের পশ্চিম বিছনদই গ্রামে তিস্তা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিথী উপজেলার ডাউয়াবাড়ি ইউপির পশ্চিম বিছনদই এলাকার মাসুদ মিয়ার স্ত্রী ও কালীগঞ্জ উপজেলার ভুল্ল্যারহাট এলাকার বোরহান উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বাড়ি সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে যায় বিথীসহ এলাকার কয়েকজন শিশু। এসময় বিথী বেগম সবার অজান্তে গভীর খাদে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরে স্থানীয়রা অনেক খোঁজা খুঁজির পর তার মরদেহ নদী থেকে উদ্ধার করে।
এ বিষয়ে ডাউয়াবাড়ি ইউপির চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গৃহবধূ সাতাঁর না জানায় তার মৃত্যু হয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল