ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বোনের বিয়ে উপলক্ষে ফ্যানের লাইন মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।
শুক্রবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের সুতিয়া পয়ারী গ্রামের আমির হোসেনের ছেলে। সে স্থানীয় বাজারে দর্জির কাজ করতো।
জানা যায়, আল আমিন তার বোনের বিয়ে উপলক্ষে ফ্যানের লাইন মেরামত করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয় আল আমিন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন