জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে স্মরণসভা শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা।
এর আগে, একটি শোক র্যালি দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শাহজাহান আলী চৌধুরীর সঞ্চালনায় শোক সভায় সভাপতিত্ব করেন আহবায়ক ও নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান।
অন্যান্যের মধ্যে নীলফামারী-০৩ আসনের সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ জাফর ইকবাল সিদ্দিকী বক্তব্য দেন এসময়। এছাড়াও শহরের মাধারমোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় কর্মসূচির অংশ হিসেবে।
বিডি-প্রতিদিন/শফিক