জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে নীলফামারীতে দু’দিন ব্যাপী হেলথ ক্যাম্প শুরু হয়েছে। শনিবার দুপুরে (৩১আগষ্ট) নীলফামারী পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এতে বক্তব্য দেন সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ, পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, নুর জাহান বেগম, কাউন্সিলর বাদশা আলমগীর ও উন্নয়নমুখী সমাজ কল্যান সংস্থার(ইউএসকেএস) নির্বাহী পরিচালক আহসান রহিম মঞ্জিল।
মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক রাফিয়া ইকবালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করে উন্নয়ন কর্মী ফরিদা খানম। হেলথ ক্যাম্প পরিচালনা করছেন নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রুহুল আমিন ও মমতা বেগম।
মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উপ-পরিচালক রাফিয়া ইকবাল জানান, কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতায় নীলফামারী শহরের উপকারভোগী এক হাজার তিন’শ জনকে এই স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে।
দু’দিনের ক্যাম্পে শনিবার সাড়ে ছয়শ' এবং রবিবার সাড়ে ছয়শ' জনকে এই সেবা দেয়া হবে। একই অনুষ্ঠানে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য সেবা উপকরণ প্রদান করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল