হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানা থেকে এক টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর। আজ শনিবার সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির সঙ্গে জড়িত কারখানা মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান বলেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে অনেক কারখানায় পলিথিন উৎপাদন ও মজুদ করা হচ্ছে। এসব কারখানা ও মালিকের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি। পরিবেশ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিষিদ্ধ পলিথিন বন্ধে কঠোর নীতি অবলম্বন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক