ঢাকা-বগুড়া মহাসড়কে ধনকুন্ডি নামক স্থানে বাস চাপায় এক নারী মারা গেছে। শনিবার ভোর ৪টা দিকে এ ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ধনকুন্ডির হোটেল পেন্টাগনের সামনে ওই নারীকে চাপা দিয়ে দ্রুত রংপুরের দিকে চলে যায়। এসময় ঘটনাস্থলে তাহেরা বেগম (৫১) নামের ওই নারী মারা যায়। তিনি কুডিগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আব্দুল আজিজের স্ত্রী।
পুলিশ ঘটানাস্থল থেকে তাহেরা বেগমের মৃতদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। এঘটনায় থানায় কোন মামলা হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল