সিরাজগঞ্জের শাহজাদপুরের সাব-রেজিস্ট্রার ও তার কার্যালয়ের কিছু কর্মচারীর ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিওতে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ও নকল নবিশ সুমনসহ বেশ কয়েকজন অসাধু ও দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে দলিল গ্রহীতাদের কাছ থেকে সরাসরি ঘুষ নিতে দেখা গেছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা রেজিস্ট্রার আবুল কালাম মঞ্জুরুল ইসলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।
তবে সাব- রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ঘুষ নিই না, আমার অফিসে কোনো প্রকার ঘুষ নেওয়া হয় না। আপনারা যা শুনেছেন তা সঠিক নয়। একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে।”
বিডি-প্রতিদিন/মাহবুব