জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে শনিবার দুপুরে বাগেরহাট শহরের নিউ মার্কেটে জেলা জাতীয় পার্টি অফিসে আলোচনা সভা, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে জেলা জাতীয় পার্টির সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মুকিত ঝন্টু, জেলা জাপা নেতা রূহুল আমিন হাওলাদার, বেগ মোক্কারাম হোসেন ছুটে, মোহন বিশ্বাস, নিজাম উদ্দিন, বকতিয়ার হেসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব