নোয়াখালীর সেনবাগে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে এক আলোচনা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সেনবাগ থানা ও উপজেলা কমিউনিটি পুলিশের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ) আসনের সাংসদ মোরশেদ আলম।
সেনবাগ থানার ওসি মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন, বেগমগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বেঙ্গল গ্রুপের পরিচালক সাইফুল আলম দিপুসহ অনেকে।
অনুষ্ঠানে বক্তারা মাদক, সন্ত্রাস ও সকল প্রকার সামাজিক ব্যাধী নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব