বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের বড়িয়া গ্রামে ক্যান্সার আক্রান্ত কৃষক শহিদুল ইসলাম (৪৫) আত্মহত্যা করেছেন।
শনিবার সকালে শয়ন কক্ষ থেকে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মৃত রিফাজ উদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম পেশায় একজন কৃষক। প্রায় দু’বছর যাবত সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যন্ত্রণায় প্রায়ই ছটফট করতেন। শনিবার সকালে তিনি শয়ন ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। নিহত শহিদুল ইসলামের চিকিৎসার কাগজপত্র, স্থানীয় লোকজনের বক্তব্য ও স্বজনদের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন