পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ সাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকালে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার ফাঁসি পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইমাম শিকদার, খলিল, টাওয়ার বিল্লাল, দুলাল, হালিম, ইলিয়াস, কাদের। তাদের বাড়ি কুয়াকাটার বিভিন্ন গ্রামে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মহিপুর থানার উপ-পরিদর্শক এস আই হাফিজুর রহমান জানান, মাদক কারবারি ইমামের বাড়িতে ইয়াবার একটি চালান ভাগবণ্টন হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে এক আভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন