নিখোঁজের আটদিন পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে ফাতেমা (১০) নামে এক মাদ্রাসাছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উপজেলার শাহবাজপুর গ্রামের পূর্ব পাড়ায় নির্জন পুকুর পাড় থেকে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করা হয়।
ফাতেমা ওই গ্রামের সৌদি প্রবাসী আল-আমিনের মেয়ে। সে শাহাবাজপুর গ্রামের মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ আগস্ট ফাতেমা বাড়ি থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। এরপর তাকে আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে অনেক খোজাঁখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার সন্ধ্যায় পূর্বপাড়ায় নির্জন পুকুর পাড়ে তার অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে পুলিশ।
নবীনগর থানার ওসি (তদন্ত ) রাজু আহম্মেদ বলেন, মাদ্রাসাছাত্রীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের পরই বলা যাবে তাকে কিভাবে হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন