নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক আলম মিয়া হত্যার মামলার ঘটনায় রাজা মিয়া (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত সিএনজি চালক আলম মিয়ার বাড়ি সোনারগাঁও উপজেলার ষোল্লাপাড়া এলাকায়।
শনিবার সকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকা থেকে আসামি রাজা মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রাজা মিয়া উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ১ নং ওয়ার্ডের মেরু মিয়া ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজিম উদ্দিন জানান, গত ২১ আগস্ট সকাল সাড়ে ৭টার দিকে সিএনজি চালক আলম মিয়া যাত্রী নিয়ে মুড়াপাড়া যাচ্ছিল। পথিমধ্যে যাত্রীবেশে একদল দুর্বৃত্ত আলম মিয়াকে নেশা জাতীয় ঔষধ খাইয়ে অজ্ঞাত করে রাস্তায় পাশে ফেলে রেখে সিএনজি ও মোবাইল ফোন ছিনতাই করে চলে যায়। পরে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় আলম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি চালক আলম মিয়ার স্ত্রী রিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
শনিবার সকালে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে আসামী রাজা মিয়াকে গ্রেফতার করেন। এ সময় ছিনতাই হওয়া সিএনজি ও মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব