মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের পদবঞ্চিতরা গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পরে মাদারীপুরের কালকিনি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে বদরুজ্জামান বাকামিন খানকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে শাহিন ফকিরকে। সোমবার রাতে মাদারীপুর জেলা জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাইজিদ হাওলাদার স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করার পরই পদ বঞ্চিতরা উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা করে। পদবঞ্চিতরা হামলা চালিয়ে অফিসের জানালা এবং চেয়ার টেবিল ভাঙচুর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, পদবঞ্চিতরা উত্তেজিত হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক