ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ নয়ন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি গাড়ি তল্লাশি করে তাকে আটক করা হয়। নয়ন যশোরের শার্শা উপজেলার গাজীর কায়রা গ্রামের জামাল সর্দারের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুল আরেফীন পরাগ জানান, সকালে রাজবাড়ী রাস্তার ওই মোড়ে সাদা রঙের একটি প্রাইভেটকারে তল্লাশি করে ৯৬৬ বোতল ফেনসিডিলসহ নয়নকে আটক করা হয়। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত গাড়িটিও। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ নয়নকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন