কক্সবাজারের রামুতে আগুনে পুড়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মুদি দোকানদার ফিরোজ আহমদ (৫৫) ও ওই দোকানের কর্মচারি আনোয়ার হোসেন (১৫)।
মঙ্গলবার ভোররাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে গর্জনিয়া বাজারের ৫টি দোকান পুড়ে গেছে।
ফিরোজ আহমদ কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি এলাকার লাল মোহাম্মদের ছেলে এবং কর্মচারি আনোয়ার হোসেন একই ইউনিয়নের শুকমনিয়া গ্রামের নূর কাদেরের ছেলে।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন