মানিকগঞ্জের সদর উপজেলার চর হিজুলী গ্রামে রতন হত্যা মামলয় ছানোয়ার ও মাসুদ নামের দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহানা হক সিদ্দিকা।
মামলার বিবরণে জানা যায়, ২০১০সালের ৯ মার্চ সকালে বাড়ি থেকে ডেকে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে ধারালো ছুরি দিয়ে রতনকে হত্যা করে লাশ দেরগ্রম এলাকায় একটি ভুট্টাক্ষেতে রেখে পালিয়ে যায় তারা। পরের দিন ১০ মার্চ দুপুরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই দিন রাতে নিহতের পিতা মোঃ বিশু মিয়া বাদি হয়ে ছানোয়ার ও মাসুদকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ঘটনার ১০দিন পর ছানোয়ারকে সাভার ও মাসুদকে নবীনগর থেকে আটক করে। আটকের পর পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করে তারা। তদন্ত শেষে পুলিশ ২০১০ সালের জুলাই মাসের ২৭ তারিখে অভিযোগ পত্র আদালতে দাখিল করেন। আদালত ১৪ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহনের পর আজ দুপুর ১২টার দিকে আদালত আসামিদের উপস্থিতিতে ছানোয়ার ও মাসুদকে ফাঁসির রায় দেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ