ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যানবাহনে ডাকাতির প্রস্তুতির সময় তিনজনতে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
সোমবার রাতে নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে ফান্দাউক টোল প্লাজায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানাধীন নাসিরনগর-ফান্দাউক রোডে টোল প্লাজার পাঁচশ' গজ দক্ষিণে রাস্তার উপর ব্লক ফেলে ২০ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নেয়। এ সময় এসআই আবু তাহেরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হল উপজেলা সদর ইউনিয়নের জলিল মিয়া (২৬), চাপড়তলা ইউনিয়নের সোহেল মিয়া এবং সায়েদ মিয়া (২৫)। তাদের বিরুদ্ধে নাসিরনগর ও হবিগঞ্জ থানায় বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততার মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে ধারালো চাকু, রামদা ও বাঁশের পল উদ্ধার করা হয়।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, ২০ জনের একটি ডাকাত দল ফান্দাউক ব্রিজের টোল প্লাজায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নাসিরনগরসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন