জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের উচ্চগ্রাম বিলপাড়ের ব্রীজপাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল কালাম মহাদান ইউনিয়নের উচ্চ গ্রামের মৃত মাজম আলী চৌকিদারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার সকালে উচ্চ গ্রামের সুমন মিয়া (১৪) তাদের আবাদি জমিতে গলাকাটা একটি লাশ দেখতে পায়।
পরে তার ডাক চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসে। নিহতের পরিবার ও স্বজনরা খবর পেয়ে আবুল কালামের লাশ শনাক্ত করে পুলিশকে খবর দেয়।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) জানান, সোমবার রাত ৯টার দিকে আমার স্বামী মোবাইল ফোনে কথা বলার পর বাড়ি থেকে রেব হয়ে রাতে আর ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সরিষাবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান জানান, নিহতের কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন