হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু হয়েছে। খেলা করার এক পর্যায়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাহান মিয়া ও রায়হান আহমেদ ওই গ্রামের আজমান আলীর ছেলে। নিহতদের মধ্যে সাহান মিয়া বাকপ্রতিবন্ধি।
নবীগঞ্জ থানার (ওসি) মো. ইকবাল হোসেন জানান, সন্ধ্যায় দুই সহোদর খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের লোক জনের অগোচরে তারা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি পর তাদের মৃতদেহ পানিতে ভাসতে দেখে। পরে এলাকাবাসি মরদেহ উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন