জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চবিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক জিসান হত্যায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী সড়কের মোড় এলাকায় জিসান স্মৃতি পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।
সিংহজানি বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুজিবুল ইসলাম দীলিপের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকছুদ বিন জালাল প্লাবন, জিসানের বাবা মুজিবুর রহমান, এমরান সরকার, সংগঠক শাহেদ আলী, নবিউর ইসলাম, রায়হান আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হত্যাকাণ্ডের পর দুই বছর পেরিয়ে গেলেও প্রধান আসামি রাহিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আগামী এক মাসের মধ্যে চার্জশিট প্রদান করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম