ময়মনসিংহের হালুয়াঘাটে ৬৭নং দরাবন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ জুড়ে রয়েছে পানি ও কচুরিপানা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। খেলার মাঠের পুরোটাই দুই থেকে তিন ফুট পানির নিচে তলিয়ে রয়েছে। সে পানিতে জমে রয়েছে কুচরিপানা। পানির আর কচুরিপানায় বিদ্যালয়ে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে মাঠে জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ে অ্যাসেম্বলি হয় না। বিদ্যালয় ভবনের বারান্দায় আলাদা করে দাঁড় করিয়ে জাতীয় সংগীত গাওয়া হয়। দীর্ঘদিন ধরে স্কুল মাঠ পানির নিচে ডুবে থাকায় পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও নিয়মিত সমাবেশ সহ জাতীয় দিবসের কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ১৯৫ জন শিক্ষার্থী।
অভিভাবক মহল ও স্থানীয়দের দাবি বিদ্যালয় মাঠে জমে থাকা পানি নিস্কাশন করে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা। চলমান ডেঙ্গু ও এডিস মশা নিরোধকল্পে সরকার সারাদেশে প্রচারাভিযানসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। সেখানে এই বিষয়টি আরো দীর্ঘায়িত হলে এ ধরণের রোগের বিস্তার ঘটতে পারে বলে আংশকা করা হচ্ছে।
সরেজমিনে বিদ্যালয়ে দেখা গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত ৩ মাস ধরে মাঠের ভেতর পানি জমে বিভিন্ন জাতের ঘাস ও কুচুরিপানায় পরিপূর্ণ। সরকারি অর্থায়নে সামীনা প্রাচীর নির্মাণ করার পর থেকে বর্ষা মৌসুম দেখা দিলেই পানি জমে একাকার হয়ে যায়। শিক্ষার্থীরা স্কুলের বারান্দা ছাড়া আর কোথাও চলাচলের সুযোগ পাচ্ছে না। টিফিন পিরিয়ডে শিক্ষার্থীদের ক্লাস রুমেই সময় কাটাতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শোয়েব জানান, এই সমস্যা দূর করতে উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের কাছে একাধিকবার আবেদন করা হলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক বলেন, মাঠে মাটি ভরাট করা প্রয়োজন এবং এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল